বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেপরোয়া তরুণরা করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৫:০৩

 স্বাস্থ্যবিধি না মেনে তরুণদের বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে বিশ্বের অনেকে দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানিয়ে তরুণদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক  তেদরোস আধানম গেব্রেয়াসুস  বলেন, তরুণরা অপ্রতিরোধ্য নয়। বয়স্ক কিংবা আগে থেকে নানান রোগে আক্রান্তদের মতো তরুণরাও সংক্রমিত হওয়ার সমান ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটির প্রধান বলেন, তরুণরা করোনার সংক্রমণ রোধে যেসব সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা উচিত তা করছে না। তারাও আক্রান্ত হতে পারেন, তাদেরও মৃত্যু হতে পারে এবং তারাও এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন।
 
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৯৫৩ জন। মারা গেছেন ৬ লাখ ৭৬ হাজার ৮২৪ জন।

ইত্তেফাক/এআর