বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানবদেহে করোনা শনাক্ত করছে প্রশিক্ষিত কুকুর!

আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:৫৭

মানবদেহে সফলভাবে করোনা ভাইরাস শনাক্ত করতে সক্ষম হয়েছে কুকুর। পুলিশ বাহিনীর কুকুরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পর সফল হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার আমিরাত সংবাদ সংস্থা (ডব্লিউএএম) জানায়, নোবেল করোনা ভাইরাস বহনকারী এক যাত্রী বিমানবন্দরে এসে পৌঁছালে পুলিশের ওই প্রশিক্ষিত কুকুরটি তাকে সফলভাবে শনাক্ত করে। করোনা শনাক্তে কুকুরের এমন সক্ষমতা বিশ্বের প্রথম বলে জানায় সংবাদ সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়, বিমান বন্দরে করোনা ভাইরাস শনাক্তের জন্যই কুকুরগুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যেখানে অন্যান্য দেশের মতো লেবাননও করোনা শনাক্তে কুকুরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে।

বলা হয়, একজন মানুষের ঘাম থেকে কুকুরগুলো কোভিড-১৯ শনাক্ত করতে সক্ষম। যদিও কুকুরগুলো কোনো মানুষকে সরাসরি সংস্পর্শে আসে না। যখন কোনো যাত্রী কুকুরগুলোর পাশে দিয়ে যায়, তখন কুকুরগুলো বুঝতে পারে যে ওই ব্যক্তি করোনার ভাইরাসটি বহন করছে। 

আরও পড়ুন: করোনা টেস্টে তরুণীর গোপনাঙ্গ থেকে নমুনা সংগ্রহ!

সংস্থাটি বলছে, করোনা শনাক্তে কুকুরের এমন সাফল্য ভাইরাসটির সঙ্গে লড়াইয়ে বিশ্ববাসী আরও নিরাপত্তা দিতে পারবে।

ইত্তেফাক/আরআই