শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: ভারতে একদিনে টেস্ট ৫ লক্ষাধিক, আক্রান্ত ৫৭ হাজার 

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৪:১৫

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ১১৭ জন। যা দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জনে দাঁড়ালো। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সকালে এই তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, গত একদিনে করোনায় নতুন করে মারা গেছে ৭৬৪ জন। এতে মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।  

এছাড়া ভারতে করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১১ লাখ। দেশটিতে শনিবার সকাল পর্যন্ত সুস্থতার হার ৬৪ দশমিক ৫২ শতাংশ।   

আক্রান্ত ও মৃতের সংখ্যায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৪ লক্ষাধিক। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯৪ জনের। এর পরেই অবস্থান তামিল নাড়ু ও দিল্লির। এএনআই। 

ইত্তেফাক/এসআর