শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে শিপইয়ার্ডে ক্রেন ধস, নিহত ১০

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৫:৫৯

ভারতের অন্ধ্র প্রদেশের  বিশাখাপত্তনমের একটিয়া শিপইয়ার্ডে ক্রেন ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।  আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

  জানা গেছে, লোড টেস্টিংয়ের সময় ঘটেছে এই দুর্ঘটনা। এক ইউনিয়ন লিডার জানিয়েছেন, ক্রেনে বেশি মাল তোলা হয়ে গিয়েছিল,তাই সেটি ভেঙে পড়ে। উপস্থিতির রেজিস্টার দেখে দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন জানার চেষ্টা চলছে।

অন্ধ্র প্রদেশের পর্যটন মন্ত্রী মন্ত্রী অবন্তী শ্রীনিবাস জানিয়েছেন, আহতদের সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে কর্মীদের স্বজরান ঘটনাস্থলে এসেছেন, তাদের অভিযোগ, তাদের দুর্ঘটনার এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। তাদের প্রিয়জন বেঁচে আছেন কিনা, তাও জানাচ্ছেন না কর্মকর্তারা।

কুমার নামে একজন ট্রেড ইউনিয়ন নেতা জানিয়েছেন,   কোনো রকম  নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই টেস্টিং চলছিল ।

ইত্তেফাক/এআর