শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেইনকোট ভেবে পিপিই চুরি, মারাত্মক পরিণতি হলো চোরের

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১১:৩৩

 রেইনকোট ভেবে পিপিই কিট চুরি করে ভয়াবহ মাশুল দিতে হলো ভারতের নাগপুরের এক ব্যক্তিকে। জানা গেছে, ওই ব্যক্তি  পেশায় ফল বিক্রেতা। গত বুধবার সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চোট গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়ি ফেরার সময় হাসপাতাল থেকে একটি পিপিই কিট চুরি করে আনেন ওই ব্যক্তি। আর এতে ডেকে আনেন মহাবিপদ।

এই ঘটনার পর ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ফল বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর থেকে সেই পিপিই কিট নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই ব্যক্তি স্বীকার করে নেন যে তিনি ওই পিপিই কিট চুরি করেছিলেন। এরপর সেই ব্যক্তির করোনা টেস্ট করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।  

ওই ফল বিক্রেতার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও করোনা টেস্ট করানো হয়। কিন্তু কেউ পজিটিভ হননি। 

ইত্তেফাক/এআর