বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহামারির ‘নতুন ধাপে’ যুক্তরাষ্ট্র: করোনা উপদেষ্টার হুঁশিয়ারি

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৩:৩৫

করোনা বিষয়ক হোয়াইট হাউসের উপদেষ্টা দেবোরাহ বিরস্ক রোববার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র মহামারির নতুন ধাপে প্রবেশ করেছে। তিনি বলেছেন, বড়ো বড়ো শহরগুলোর পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোও হুমকির মুখে পড়েছে।  

হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্কফোর্স প্রধান বিরস্ক সিএনএনকে বলেন, স্থানীয় ভাইরাস প্রশমন প্রক্রিয়া কাজ শুরু করেছিল। কিন্তু মার্চ ও এপ্রিল থেকে আমরা এখন ভিন্ন পরিস্থিতি দেখছি।

তিনি বলেন, এটি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। নগর এলাকার মতো গ্রামীণ এলাকাতেও এটি সমানভাবে ছড়িয়েছে। আমরা এখন একটি নতুন অধ্যায়ে আছি।

বিরস্ক আরো বলেন, মাস্ক পরা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব রক্ষার মতো কঠোর ও নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৬৫ হাজার।  এবং মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 

ইত্তেফাক/এসআর