বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: শনাক্ত, মৃত্যু দুটোই কমেছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৮:৪৪

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ও মৃত্যু দুটোই কমেছে। জনস  হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। 

পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে দেশটিতে নতুন করে ৪৬ হাজার ৩২১ জন শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়ালো। এছাড়া নতুন করে এই ভাইরাসে মারা গেছে ৫৩২ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৬৬ জন।

বিগত পাঁচ দিন ধরে প্রতিনিয়ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি ছিল। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। 

ইত্তেফাক/এসআর