বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে একদিনে পরীক্ষা সাড়ে ৬ লাখ, আক্রান্ত ৫২ হাজার 

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৩:৩৪

ভারতে গত ৪ ঘণ্টায় ৬ লাখ ৬১ হাজার ৮৯২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৫২ হাজার ৫০ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জনে দাঁড়ালো।  মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় যে সংখ্যক লোকের করোনা পরীক্ষা করা হয়েছে তা এখন পর্যন্ত একদিনে দেশটিতে সর্বোচ্চ।  

এছাড়া নতুন করে দেশটিতে আরও ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ হাজার ৯৩৮ জনে দাঁড়ালো। 

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৩০ হাজার ৫০৯ জন। এতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৩০ শতাংশ। 

এদিকে করোনায় ইতোমধ্যে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী আক্রান্ত হয়েছেন। 

করোনায় দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত সাড়ে চার লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৬ হাজারের কাছাকাছি। এরপরেই অবস্থান  তামিল নাড়ু ও দিল্লির। 

ইত্তেফাক/এসআর