শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হারিকেন ইসাইয়াসের হানা

যুক্তরাষ্ট্রে বিদ্যুতহীন লাখ লাখ মানুষ, নিহত ৪

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১১:১৭

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের হানায় বিদ্যুতহীন হয়ে পড়েছেন দেশটির লাখ লাখ মানুষ। এছাড়া এতে এখন পর্যন্ত ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে উত্তর ক্যারোলাইনার ইসাইয়াস প্রথম আছড়ে পড়ে।  

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর ক্যারোলাইনারের দুইজনে ও অন্য দুইজনে নিউ ইয়র্ক ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের। 

ইসাইয়াসের কারণে মঙ্গলবারজুড়ে ছিল তুমুল বৃষ্টিপাত, একারণে দেখা দিয়েছে বন্যা এবং কয়েক ডজন মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। 

ইতোমধ্যে ঝড়টি ঘণ্টায় ৬৫ মাইল বেগে মঙ্গলবার বিকালে নিউ ইয়র্কের ওপর দিয়ে বয়ে গেছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড়ের কারণে  উত্তর ক্যারোলাইনা ও নিউ ইয়র্কের ৩৪ লাখের বেশি মানুষ অন্ধকারে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে, বন্যা ও অগ্নিকাণ্ডের দেখা দিয়েছে। বিবিসি, গার্ডিয়ান

ইত্তেফাক/এসআর