শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যারিজোনার কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনায় আক্রান্ত

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৩:৫৬

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যটির কারা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন  কারাগারে মারা গেছে ২২ জন।

দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে। তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অ্যারিজোনার সর্বমোট জনসংখ্যা ৭৩ লাখ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ২৪ হাজার করোনায় আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক।

ইত্তেফাক/জেডএইচডি