শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোবট দিল শত কোটি টাকার চেক?

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৭:১৫

করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে এখনো মানুষ মানুষকে এড়িয়ে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিত্সকরা নিয়মিত পরামর্শ দিচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। যদিও অনেক ক্ষেত্রে মানুষ এই পরামর্শের তোয়াক্কা করছে না। তবে কানাডার এক লটারি কর্তৃপক্ষ বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। লটারি বিজয়ীকে হাতে হাতে চেক বিতরণ না করে তা তুলে দিয়েছেন রোবটের হাত দিয়ে।

রোবটের হাত থেকে কোটি টাকার চেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত গুয়েলাইন দেজজারদিনস নামের ঐ নারী। মজার বিষয়, রোবটের থেকে পুরস্কারের চেক নেওয়ার সময়ও তার মুখে ছিল মাস্ক। গুয়েলাইন দেজজারদিনস নামের ঐ নারী পুরস্কার হিসেবে জিতেছেন ৬ মিলিয়ন কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৭৮ কোটি টাকা)। গত ২৫ বছর ধরে একই নম্বরের লটারির টিকিট কিনে আসছেন তিনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত লটারির পুরস্কার তিনি জিতেছেন। স্বাস্থ্যবিধি মানতে অনুষ্ঠান কর্তৃপক্ষ বিজয়ীর হাতে রোবট দিয়ে পুরস্কারের চেক তুলে দেওয়ার অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে।—সিএনএন