শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন ‘মার্ক জুকারবার্গ’

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৭:০২

বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। প্রথমবারের মতো জাকারবার্গের সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। হয়ে উঠেছেন একজন ‘সেন্টিবিলিয়নার’। খবর ব্লুমবার্গ।

খবরে বলা হয়, আমাজনের সিইও জেফ বেজস ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পর তৃতীয় ব্যক্তি হিসেবে মার্ক জুকারবার্গ যোগ দিয়েছেন ১০ হাজার কোটি বা ১০০ বিলিয়ন ডলার ক্লাবে। বর্তমান বিশ্বে কেবলমাত্র এ তিনজনের সম্পদের পরিমাণই ১০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। 

বলা হয়, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জুকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।

আরও পড়ুন: রামমন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন: দেব

প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির সময় বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, তখন লাভবান হচ্ছে প্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। জাকারবার্গ চলতি বছর ইতিমধ্যে আয় করেছেন প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে বেজস আয় করেছেন ৭ হাজার ৫০০ ডলারেরও বেশি।


ইত্তেফাক/আরআই