বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিনা মূল্যে করোনা পরীক্ষা করবে হংকং

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৬:২০

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ এর পরীক্ষা করানো হবে। গতকাল শুক্রবার তিনি এ কথা জানান।

ক্যারি লাম বলেন, প্রথমবারের মতো শহর জুড়ে এই পরীক্ষা করানো হবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব বলে আমরা আশাবাদী। গত মাস থেকে হংকংয়ে ভাইরাসটির সংক্রমণ ফের বাড়তে থাকে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লাম বলেন, ‘হংকংয়ের পরিস্থিতি এখনো জটিল, আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বগামী।’ জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন। হংকংয়ের প্রধান নির্বাহীর এ ঘোষণা এমন সময়ে এলো ঠিক তার কয়েক দিন আগে চীনা স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে করোনা পরীক্ষা করানোর জন্য আসে।

তিনি বলেন, গত সপ্তাহে আমরা বেইজিংকে অনুরোধ করেছিলাম, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আর তারই ফলে চীনের ঐ প্রতিনিধিদল সেখানে আসে। —রয়টার্স