শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেরালায় ভূমি ধসে নিহত ১৫

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৯:৩২

ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় ভারি বৃষ্টিপাতের পর  ভূমি ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন । কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শুক্রবার এমনটি জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমি ধসের পর এখনো অনেকে আটকা পড়ে আছেন। জেলা কালেক্টর জানিয়েছেন, ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি ধসে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে,   টানা কয়েকদিন ধরে লাগাতার ভারী বর্ষণে শুক্রবার সকালে  ইদুক্কি জেলার একটি চা শ্রমিকদের কলোনিতে  ভূমি ধসের ঘটনা ঘটে। এতে  সেখানে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমি ধসের পর ওই সব ধ্বংস্তূপে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।  ইতিমধ্যেই আটক বাসিন্দাদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

 উদ্ধারকারী দলের সদস্যেরা বলেছেন, প্রতি বছর এই সময়ে প্রবল বৃষ্টিতে ধস নামে পাহাড়ি এলাকায়। পানইর তোড়ে ভেসে যায় বাড়িঘর। এবারও তাই হয়েছে। মাটি চাপা পড়ে গেছে কয়েকটি বাড়ি। খোঁজ মিলছে না অনেকের।

ইত্তেফাক/এআর