বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পঞ্চন লামা: চীনকে চিঠি জাতিসংঘের বিশেষজ্ঞদের

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:২৫

দালাই লামার উত্তরসূরিতে চীনা হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে চিঠি লিখেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এ সময় তারা 'নিখোঁজ' তিব্বতের পঞ্চন লামার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

১ আগস্ট জাতিসংঘের পাঁচজন মানবাধিকার বিশেষজ্ঞ ও এ সংক্রান্ত সংস্থাগুলো চীন সরকারকে এই চিঠি লিখেন। তিব্বতের আন্তর্জাতিক প্রচারণা (আইসিটি) জাতিসংঘের বিশেষজ্ঞদের চিঠিকে স্বাগত জানিয়েছে।

১৯৫৯ সালে তিব্বত পালানোর পর থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। তিব্বতের আধ্যাত্মিক নেতা বলেছেন যে, চীন সরকার তার উত্তরাধিকারে হস্তক্ষেপ করেছে। তারা তার পরিবারকে অপহরণ করে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা চিঠিতে বলেছেন, তিব্বতি বৌদ্ধ নেতাদের নিয়োগের বিষয়ে চীন সরকারের বিধিগুলো  সংখ্যালঘু বৌদ্ধদের ধর্মীয় ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিব্বতি বৌদ্ধরা যাতে কোনো ধরণের হস্তক্ষেপ ছাড়াই তাদের ধর্ম এবং সংস্কৃতি চর্চা করতে পারেন সে বিষয়ে চীন সরকারকেও আবেদন করেছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গেধুন চোইকি নেইমার নামে এক ছেলে পঞ্চন লামা হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন। তিনি নিখোঁজ হয়েছেন। খবর: এএনআই

ইত্তেফাক/জেডএইচ