শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেবাননে বিক্ষোভ, পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভাঙচুর আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:১৭

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সরকারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। প্রধানমন্ত্রী হাসান ডিয়াব জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে দেশটিতে আগামী পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন।

প্রধানমন্ত্রী গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় দায়ী প্রত্যেককে শাস্তি না দেওয়া পর্যন্ত তদন্ত চলবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই সংকট থেকে মুক্তি পাবার একমাত্র উপায় আগাম পার্লামেন্ট নির্বাচন। এর আগে বিক্ষোভকারীরা রাজধানী বৈরুতে পররাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালায়। তারা প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলে এবং বিভিন্ন নথি ছিড়ে ফেলে।

গতকাল পর্যন্ত বিস্ফোরণে ১৫৮ জন নিহত হয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। -আলজাজিরা