বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভেনিজুয়েলায় সাবেক দুই মার্কিন সেনাকে ২০ বছরের কারাদণ্ড 

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:৩৪

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতের লক্ষ্যে ব্যর্থ অভ্যুত্থানের দায়ে আমেরিকার দুই সাবেক সেনাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। ভেনিজুয়েলার সিনিয়র অ্যাটর্নি তারেক উইলিয়াম সাব এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

উইলিয়াম সাব বলেছেন, লিউক ডেনম্যান ও আইরান বেরি নামে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক দুই সদস্যকে ওই দণ্ড দেয়া হয়। আদালতে ওই দুই সাবেক সেনা সদস্য স্বীকার করেছেন যে, তারা ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে অভিযান চালাতে চার মাস ধরে প্রচেষ্টা চালিয়েছেন। 

আদালতের নির্দেশে এখন এই দুই সাবেক মার্কিন সেনার প্রত্যেককে আলাদা আলাদা ২০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

গত মে মাসের গোড়ার দিকে ভেনিজুয়েলার সেনাবাহিনী দেশটির সরকারের বিরুদ্ধে এক অভ্যুত্থান প্রচেষ্টা রুখে দেয়। ওই প্রচেষ্টার পরিকল্পনাকারীরা ভেনিজুয়েলার কয়েকটি সেনা ঘাঁটিতে অনুপ্রবেশ করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল বলে খবরে বলা হয়েছে। 

 বার্তা সংস্থা এপি জানিয়েছে,পরিকল্পনার ত্রুটি, ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতাদের মধ্যে মতপার্থক্য এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রশিক্ষণ ও সমন্বয়ের অভাবে অভুত্থান প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। পার্স টুডে 

ইত্তেফাক/এসআর