শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৈরুত বিস্ফোরণ: সহযোগিতার জন্য বৈঠকে বসছেন বিশ্ব নেতারা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৩:০৭

 ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিপর্যস্ত লেবাননের রাজধানী বৈরুত। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এগিয়ে আসছেন বিশ্ব নেতারা। এ নিয়ে রবিবার একটি ভার্চুয়াল কনফারেন্সে বিশ্ব নেতারা বৈঠকে বসবেন।   

জানা গেছে, ফ্রান্স এবং জাতিসংঘ এই বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার বৈরুত বন্দরে বিস্ফোরণে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ছয় হাজার মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এই বিস্ফোরণের ঘটনায় ১৫ বিলিয়ন ডলারের বেশি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে সরকারবিররোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত।   শনিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীর । এমন পরিস্থিতিতে লেবাননে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান ডিয়াব ।

ইত্তেফাক/এআর