বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একশ দিনেও একটিও করোনা রোগী নেই নিউজিল্যান্ডে

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:০২

করোনা ভাইরাসের নাকাল সারা বিশ্ব। প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। তবে এর মধ্যে করোনা নিয়ন্ত্রণে সফল দাবি করছে নিউজিল্যান্ড। দেশটিতে গত একশ দিনে কোন করোনা রোগী শনাক্ত হয় নি।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নিউজিল্যান্ডে গত ১০০ দিনে স্থানীয়ভাবে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হননি। গত ১ মে নিউজিল্যান্ডে সর্বশেষ করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বৈরুতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

দেশটিতে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৯ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।

ইত্তেফাক/আরআই