শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২১:০১

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬২ হাজারেরও বেশি লোক।
জনস হপকিন্স ইউনিভার্সিটির রোববারের তথ্য থেকে এ কথা জানা গেছে।

দেশটিতে রোববার সকাল পর্যন্ত ৫ লাখ ৬০৩ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৬২ হাজার ৪৪১ জন মারা গেছে। এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

এদিকে করোনা প্রতিরোধে নেয়া ট্রাম্পের পদক্ষেপে অসন্তুষ্ট অধিকাংশ ভোটার। জনমত জরিপে এমনটাই দেখা যাচ্ছে।

এ প্রেক্ষাপটে রোববার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন টুইট করে বলেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড- ১৯ এ আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যা মনে তোলপাড় হয় এবং হৃদয়কে ভেঙে দেয়।

এদিকে নতুন অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের বিষয়ে আইনপ্রণেতারা একমত হতে ব্যর্থ হলে ট্রাম্প শনিবার আমেরিকানদের আর্থিক সহায়তার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

ইত্তেফাক/এমআর