শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১০২ দিন পর নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত

আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৮:০৫

প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বিশ্বের হাজারো মানুষ। এর মধ্যে প্রায় ১০২ দিন পর নতুন করে নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত হয়েছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, মঙ্গলবার নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বড় বড় শহরগুলো ফের লক ডাউনে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডার্ন বলেন, আমাদের আইসোলেশনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আমরা এটি নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে চেষ্টা করে যাচ্ছি। সেই সঙ্গে আমরা কঠোরভাবে কাজ করছি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে হুমকি, গ্রেফতার এক যুবক

ওয়ার্ল্ডও মিটারের দেওয়া তথ্যমতে, এপর্যন্ত নিউজিল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৫৭০ জন, মৃত্যু বরণ করেছে ২২ জন, আর সুস্থ হয়েছে এক হাজার ৫৬২ জন।

ইত্তেফাক/আরআই