শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আক্রান্ত হলে মার্কিনীদের দেশে ফিরতে দেবে না ট্রাম্প প্রশাসন

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:০৯

বিদেশে যাওয়া আমেরিকান নাগরিক এবং দেশটির স্থায়ী বাসিন্দারা করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হলে তাদের দেশে ফেরা নিষিদ্ধ করার লক্ষ্যে হোয়াইট হাউজ একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। খবর বিবিসির

নিউ ইয়র্ক টাইমস জানায়, খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি যুক্তিসংগত কারণে মনে করেন যে, কোনো ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমিত বা ভাইরাসের সংস্পর্শে এসেছে, তাহলে কর্তৃপক্ষ তার আমেরিকায় ঢোকা বন্ধ করে দিতে পারবে। সরকার এখনো সংবাদপত্রের এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

মহামারির সময় কোভিড-১৯ ছড়ানোর ঝুঁকি ঠেকানোর কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিতে বিদেশিদের ঢোকা বন্ধ করে দিয়েছিলেন; কিন্তু আমেরিকার নাগরিক ও দেশটির স্থায়ী বাসিন্দারা এই আইনের আওতাধীন ছিল না।

দেশটির আরেকটি শীর্ষ সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, এ ধরনের আইন আরোপের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের আছে কি না তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় সংস্থাগুলোকে আজকের (মঙ্গলবার) মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত জানাতে বলা হয়েছে।