শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, নিহত ৩

আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৩:৪১

 মহানবী হযরত মুহাম্মদকে (স:) নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে  রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের বেঙ্গালুরু শহর। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন।   এখন  পর্যন্ত গ্রেফতার হয়েছে শতাধিক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গেছে,  ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। সেদিন একটি বিতর্কিত ফেসবুক পোস্ট করেন ভারতের কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নে।  এরপর রাতে বিধায়কের বাড়ির সামনে উত্তেজিত জনতা ভিড় জমায়। বাড়ি লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছুঁড়তে শুরু করে। ২-৩টি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় একটি থানায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।  পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। এতে তিন জনের মৃত্যু হয়। আরও কয়েকজন আহত হন। প্রায় ৬০ জন পুলিশকর্মীও আহত হয়েছেন।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত চলছে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এনডিটিভি, বিবিসি।

ইত্তেফাক/এআর