শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই সপ্তাহের মধ্যে চিকিৎসকদের করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া 

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১০:০৫

আগামী দুই সপ্তাহের মধ্যে নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন চিকিৎসকদের ওপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে রাশিয়া সরকার। এছাড়া করোনা ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেটিও প্রত্যাখান করেছে রাশিয়া।

এ নিয়ে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী - মিখাইল মুরাশকো বলেন, মনে হচ্ছে আমাদের বিদেশি সহকর্মীরা রুশ ওষুধের প্রতিযোগিতামূলক সুবিধাপ্রাপ্তির কথাই বিবেচনা করছেন আর তা নিয়ে যেসব মতামত দেওয়ার চেষ্টা করছেন সেগুলো আমাদের মতে একেবারেই ভিত্তিহীন।

এদিকে বিশেষজ্ঞরা  বলছেন পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়াই দ্রুত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া । জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এআর