শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা:  ভুল তথ্যে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:১৫

প্রাণঘাতী করোনা ভাইরাস সম্পর্কিত ভুল তথ্যের কারণে গত তিন মাসে বিশ্বে কমপক্ষে ৮০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা। 

আমেরিকান জার্নাল অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর কারণে প্রায় ৫,৮০০ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

মিথানল বা অ্যালকোহল ধরনের পরিষ্কারক পণ্য পান করেও অনেকে প্রাণ হারিয়েছেন। অনেকের ভুল ধারণা ছিল যে এ সব পণ্যের মাধ্যমে করোনা প্রতিরোধ করা সম্ভব। 

 বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এর আগে বলেছিল যে করোনাকে ঘিরে ‘ইনফোডেমিক বা তথ্য বিপর্যয়’ ভাইরাসটির মতোই খুব দ্রুত ছড়িয়ে পড়ছে । সেই সঙ্গে ষড়যন্ত্রমূলক তত্ত্ব, গুজব এবং সাংস্কৃতিক সীমাবদ্ধতা মৃত্যু এবং আক্রান্তের হার বাড়াতে আরো বেশি ভূমিকা পালন করছে।

ইত্তেফাক/এআর