শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরাইল-আমিরাত ঐতিহাসিক শান্তিচুক্তি, পশ্চিম তীর অধিগ্রহণ স্থগিত

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০০:১১

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করেছে ইসরাইল। 

একই সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি হয়। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান ট্রাম্প। 

তিনি এই চুক্তিটি বিশাল সাফল্য বলে বর্ণনা করেছেন। বলেন, ‘আমাদের মহান দুই বন্ধু ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে।’

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক টুইট বার্তায় বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদি আলোচনার ফলে এই চুক্তির পথ হয়।

ইত্তেফাক/জেডএইচ