বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুশ করোনা ভ্যাকসিন ১৮ থেকে ৬০ বছর বয়সিদের জন্য

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৫:০০

রুশ করোনা ভ্যাকসিন শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সিরা ব্যবহার করতে পারবেন। কারণ এটি শিশু ও বৃদ্ধদের ওপরে পরীক্ষা করা হয়নি। রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে করোনার এই ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। তবে সংস্থার ডিরেক্টর আলেকজান্ডার গিনটসবার্গ জানিয়েছেন, তিনি নিজে এ ভ্যাকসিন নিয়ে ভালো আছেন এবং তার বয়স ৬০ বছরের ওপরে।

রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানায়, রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সায়েন্টিফিক সেন্টার ফর এক্সপার্ট ইভ্যালুয়েশন অব মেডিসিনাল প্রোডাক্টসের প্রধান ভ্লাদিমির বোনদারেভ জানিয়েছেন, রাশিয়ায় যে কোনো ভ্যাকসিনের সাফল্য দাবি করার ক্ষেত্রে বয়স অনুযায়ী তিনটি স্তরে পরীক্ষা করতে হয়। সদ্যোজাত থেকে ১৮ বছর, ১৮ বছর থেকে ৬০ বছর এবং ৬০ বছরের বেশি। কিন্তু যে ভ্যাকসিনের সাফল্য দাবি করা হয়েছে সেটি পরীক্ষা করা হয়েছে শুধু ১৮ থেকে ৬০ বছর বয়স্ক স্বেচ্ছাসেবীদের ওপরে। সুতরাং এখন এই ভ্যাকসিন শুধু ১৮ থেকে ৬০ বছর বয়স্করাই ব্যবহার করতে পারবেন।