শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ম্যানহাটনের চেয়েও বড় আইস শেলফ গলতে শুরু করেছে

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৭:০০

করোনার মধ্যেই পরিবেশ বিজ্ঞানীদের নতুন করে চিন্তায় ফেলেছে হিমবাহ ধসের আশঙ্কা। তাপমাত্রা বাড়ছে পৃথিবীর।

যার ফলে গলতে শুরু করেছে মেরু অঞ্চলের বরফ। শুধু মেরু অঞ্চলই নয়। বরফ গলছে পৃথিবীর বিভিন্ন দেশের বরফাবৃত অঞ্চলগুলোরও। খবর ইকো ওয়াচের। 

এতদিন এই বিষয়কে খুব একটা গুরুত্ব দেয়নি কেউ; কিন্তু কানাডার উত্তরাঞ্চলের বৃহত্তম নুনাভাটের বরফ গলতে শুরু করায় এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদের। চলতি বছর কানাডার উওরাঞ্চলের বৃহত্তম নুনাভাটের এলেমসেমি দ্বীপে মিলেন আইস শেলফটি গলতে শুরু করেছে। 

এমনকি এটি ক্রমশ সমুদ্রের সঙ্গে মিশে যাচ্ছে। ধীরে ধীরে গলতে শুরু করা বৃহদাকার এই হিমবাহটি গত ৩০ ও ৩১ জুলাই পর্যন্ত এর ৪৩ শতাংশ সমুদ্রের সঙ্গে মিশে গেছে। বরফের এই বিশাল শিটটি আর্টিক সাগরে প্রবাহিত হয়ে আরো দুইটি বড় অংশে বিভক্ত হয়ে গেছে।

আর এই পুরো শেলিং ইভেন্ট অর্থাত্ হিমবাহ গলে যাওয়ায় যে শব্দ হচ্ছে তা দেখতে এবং শুনতে বৈজ্ঞানিক কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের সাহায্য নেওয়া হয়েছে। হিমবাহের যে অংশটি ভেঙেছিল তা প্রায় ৮০ বর্গকিলোমিটার বিস্তৃত এবং ম্যানহাটনের চেয়েও ৬০ বর্গ কিলোমিটার বড়।

ইত্তেফাক/জেডএইচ