বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিন-শি-এরদোয়ান সবাই বিশ্ব সেরা দাবাড়ু: ট্রাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৮:৩৯

ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও এরদোয়ান এই তিন প্রেসিডেন্টকে এক সঙ্গে বিশ্ব সেরা দাবাড়ুর সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়া, চীন ও তুরস্কের ওই তিন প্রেসিডেন্টকে একই সারির খেলোয়াড় উপাধি দেন ট্রাম্প।

সোমবার উইসকনসিনের এক জনসমাবেশে ট্রাম্প এমন মন্তব্য করেন। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি একটি জিনিস খুব ভালোভাবে দেখেছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান সবাই বিশ্ব সেরা দাবা খেলোয়াড়। 

ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তারা সবাই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। কারণ এসব নেতার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেন। 

 

আরও পড়ুন: করোনা নিয়েই ওপেক বৈঠকে থাকবেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী

ট্রাম্প অভিযোগ করেন, ইরানও চায় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বিজয়ী হোক। তবে যদি আমরা বিজয়ী হই তাহলেও অতিদ্রুত তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করবো। স্পুটনিক নিউজ।


ইত্তেফাক/আরআই