বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশু মাস্ক না পরায় কানাডার বিমানবন্দরে তুলকালাম কাণ্ড!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৬

শিশু যাত্রীর মুখে মাস্ক না থাকায় কানাডায় একটি ফ্লাইট বাতিল করা হয়েছে । শুধু তাই নয়  ডাকা হয়েছে  পুলিশও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার  দুই শিশু সন্তান নিয়ে ওয়েস্টজেট এয়ারলাইন্সের ৬৫২ ফ্লাইটে ক্যালগরি থেকে টরেন্টো যাওয়ার কথা ছিল সাফওয়ান চৌধুরীর। তবে যাত্রা শুরুর আগেই মাস্ক নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর ফ্লাইট বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। নামিয়ে দেওয়া হয় অন্য যাত্রীদেরও। 

সাফওয়ান চৌধুরী জানায়, তার তিন বছর বয়সী কন্যা শিশু উড়োজাহাজ ছাড়ার আগে খাবার খাচ্ছিল। সে মাস্ক পরতে চাচ্ছিলো না। তবে ১৯ মাস বয়সী ছোট শিশু বমি করছিল।  তাই তাকে মাস্ক পরানো হয়নি। ফ্লাইট ছাড়ার আগে ওই শিশুদেরকে মাস্ক পরতে বলা হয় এবং জানানো হয় মাস্ক ছাড়া উড়োজাহাজের দরজা বন্ধ হবে না। 

সাফওয়ান চৌধুরী বলেন,  এরপরই আমি আমার একটি শিশুকে মাস্ক পরাতে রাজি হই। এরপরেও তারা আমারদেরকে জানায় দুই শিশুকে মাস্ক না পরালে নেমে যেতে হবে।  এ সময় সাফওয়ানকে চৌধুরীকে গ্রেফতার করানোর হুমকিও দেয় ওয়েস্টজেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ ।   

এদিকে ওয়েস্টজেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ছোট শিশুটি নয় বরং তার তিন বছর বয়সী শিশু মাস্ক না পরায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ইত্তেফাক/এআর