শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড়ছে করোনা রোগী, ভারতের কিছু অংশে অক্সিজেন সঙ্কট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪

 ভারতে প্রতিনিয়ত হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যেই দেশটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট।   বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,  দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ হাজার ৩৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১১৪ জন।  দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৮ হাজার ৫৮৭ জন। 

করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ভারতের কিছু অংশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। ফলে বিপাকে পড়েছেন করোনা রোগীরা। এ নিয়ে ভারতের মুম্বাইয়ের পানভেলেতে অবস্থিত নির্মায়া হাসপাতালের  চিকিৎসা বিভাগের পরিচালক  ড. অমিত থাডানি বলেন, আমরা যদি ৫০ সিলিন্ডার অক্সিজেন চাই তাহলে আমরা পাঁচটি থেকে সাতটি পাই।

ভারতের মুম্বাইয়ের একটি পৌরসভার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে তারা বিভিন্ন হাসপাতাল থেকে অক্সিজেন সঙ্কটের বিষয়টি জানতে পেরেছে । এ বিষয়ে ইতোমধ্যে রাজ্য সরকারের কাছে বলা হয়েছে।

ইত্তেফাক/এআর