বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আটক মার্কিন গুপ্তচরের তথ্য দিল ভেনিজুয়েলা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৮

ভেনিজুয়েলায় আটক মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচরের নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির সরকার। ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন ও জুলিয়া প্রদেশের মধ্যে যাতায়াত করার সময় তাদেরকে আটক করা হয়।

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্সের কাছ থেকে অপর তিন ব্যক্তিসহ আমেরিকার গুপ্তচরদের আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন জন হিথ ম্যাটিউ । তিনি সে মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। তাকে সহযোগিতাকারী তিন ব্যক্তির মধ্যে একজন ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর একজন সার্জেন্ট মেজর।  

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে স্বার্থ বিকিয়ে দিচ্ছে ইউরোপ: রাশিয়া

ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ম্যাটিউ ইরাক যুদ্ধে অংশ নিয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন, কয়েকটি ক্রেডিট কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউজ এ ব্যাপারে বার্তা সংস্থাটির অনুরোধ পাওয়া সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রয়েছে। পার্সটুডে ।

ইত্তেফাক/আরআই