বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করছেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড পদত্যাগ করছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সোমবার এই ঘোষণা দেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা পদত্যাগ সংক্রান্ত কোন নোটিশ এখনও পায়নি। যদিও পম্পেও টুইট করে পদত্যাগের ঘোষণা দিয়ে চীন মার্কিন সম্পর্কে সমতা বজায় রাখতে ভূমিকা রাখায় ব্রানস্টাডকে ধন্যবাদ জানান।

ব্রানস্টাড(৭৩) দু’দফা আইওয়ার গভর্নর ছিলেন। তিনি ২০১৭ সালের মে মাস থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন।

চীনের সাথে বাণিজ্য, করোনা মহামারি, হংকংসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের টানাপড়েনের প্রেক্ষাপটে তিনি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করে আসছিলেন।

ইত্তেফাক/এমআর