শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের দাবানল: জলবায়ু পরিবর্তন নিয়ে শঙ্কিত নন ট্রাম্প

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১

জলবায়ু পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের  সৃষ্টি হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সংবাদ সম্মেলনে এমনটি বলেন ট্রাম্প।

সংবাদ সম্মলেনে ট্রাম্প বলেন, দেখবেন এটি খুব দ্রুত ঠাণ্ডা হতে শুরু করবে। আমার মনে হয় না বিজ্ঞান প্রকৃত বিষয়টি জানে। 

 এই ভয়াবহ দাবানলের জন্য স্থানীয় বন ব্যবস্থাপনাকে  দায়ী করেছেন ট্রাম্প। 

এদিকে সোমবার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ট্রাম্প যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা আরো ঘটবে । এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের উদাসীনতার সমালোচনা করেন বাইডেন,।  

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই দাবানলের কারণে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া পুড়ে গেছে প্রায় ২ মিলিয়ন হেক্টর জমি  ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়ি-ঘর।

ইত্তেফাক/ এআর