শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন-২০২০: ট্রাম্প-বাইডেনের প্রচারণায় নতুন ইস্যু দাবানল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের নির্বাচনি প্রচারণায় নতুন ইস্যু হয়ে উঠছে দাবানল। দেশটির পশ্চিম উপকূলে ক্রমেই দাবানল ছড়িয়ে পড়েছে। লাখ লাখ একর জমি পুড়ে গেছে। বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ৩০ জনের বেশি মানুষ মারা গেছেন। 

স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের। দাবানল নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের দমকল কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা। 

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ঐতিহাসিক দাবানলে এত মানুষ মারা গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্য সরকারের ওপর দায় চাপিয়ে বসে আছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোর না দেওয়ার কারণেই পরিস্থিতি এমন বলে দাবি ডেমোক্র্যাটদের। 

আর রিপাবলিকানরা অভিযোগ করেছেন, জো বাইডেন দাবানল নিয়ে কথা বললেও দুর্যোগপূর্ণ এলাকা সফর করেননি। —রয়টার্স