বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে: ডব্লিওএইচও

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:১০

ইউরোপে অক্টোবর- নভেম্বর মাসে কোভিড-১৯ এ প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এমনটাই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচ)

সংস্থাটির  ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ সোমবার বলেন, পরিস্থিতি আরো কঠোর হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরো মৃত্যু দেখবো।

গত বছরের ডিসেম্বরে চীনে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইউরোপের অনেক দেশে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। 

ইতোমধ্যে এই ভাইরাসে বিশ্বব্যাপী ৯ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে ২ কোটি ৯১ লাখের বেশি জন। 

ইত্তেফাক/এসআর