শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল যুক্তরাষ্ট্রে স্থগিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার করোনার টিকার পরীক্ষা এখন স্থগিত রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভ্যাকসিনটি সাময়িক স্থগিত করার পর এখন পর্যন্ত আমেরিকায় আর চালু করা হয়নি বলে খবর রয়টার্সের।

খবরে বলা হয়, ভারতে ও দক্ষিণ আফ্রিকায় এই টিকার পরীক্ষা কি অবস্থায় আছে তা এখনও জানা যায় নি। তবে পরীক্ষা নতুন করে শুরু করেছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, ব্রিটেনে এই টিকা প্রয়োগের পর একজন রোগী মারাত্মক অসুস্থ হওয়ার প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। 

আরও পড়ুন: সশস্ত্র প্রতিরোধই ইসরাইল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব: হিজবুল্লাহ

তবে সংস্থাটি বলছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারপরই গ্রিন সিগন্যাল দিতে পারে। তবে যুক্তরাষ্ট্রে অন্যদের টিকাগুলোর পরীক্ষা শুরু হয়েছে। 

ইত্তেফাক/আরআই