শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওয়েস্ট কোস্টের আগুনের ধোঁয়া নিউইয়র্কের আকাশে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬

আমেরিকার ওয়েস্ট কোস্টে লাগা আগুনের ধোঁয়া মঙ্গলবার নিউইয়র্কের আকাশেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কের আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

সূত্র মতে, নিউইয়র্কের ঘোলাটে আকাশেও ধোঁয়া দেখা গেছে। এতে মনে করা হচ্ছে ধোঁয়া মাটি থেকে আকাশের চার হাজার পাঁচশ’ থেকে ছয় হাজার মিটার পর্যন্ত উঠে গেছে। উত্তর আমেরিকার পশ্চিমাংশ বেশ কয়েকদিন ধরেই ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় পোর্টল্যান্ড, অরেগন, ভ্যাংকুভার ও সানফ্রান্সিসকোসহ ওই অঞ্চলের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়।

কিন্তু সোমবার থেকে বাতাসের প্রচণ্ড চাপে ধোঁয়া সরতে শুরু করে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্যাটেলাইট ছবিতে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের আকাশে ধোঁয়া দেখা যায়। বুধবার থেকে ধোঁয়া সরতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি