শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে ইরান: পম্পেও

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭

আটলান্টিক কাউন্সিলে দেয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে ‘নাশকতামূলক’ তৎপরতায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছেন। 

পম্পেও দাবি করেন, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্যে) অস্থিতিশীলতা সৃষ্টির মূল হোতা ইরান।

তিনি আরো দাবি করেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নয় বরং ইরানের হুমকি প্রধানত দায়ী। 

এর আগেও মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইরানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন এবং মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করেছিলেন। পার্স টুডে 

ইত্তেফাক/এসআর