শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপানকে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক না গড়ার আহ্বান চীনের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক না গড়তে জাপানের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন আহ্বান জানানো হয়। 

চীনের পক্ষ থেকে বলা হয়, দেশটি প্রত্যাশা করে যে তাইওয়ানের সঙ্গে অফিসিয়াল সম্পর্ক গড়া থেকে বিরত থাকবে জাপান।

আরও পড়ুন: কর্ম ক্ষমতা বাড়াতে ড্রাগ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প

চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দেশটির একটি জাতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চায়না জাপানের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দিকে তাকিয়ে আছে। বেইজিং প্রত্যাশা করছে যে, জাপানের নতুন মন্ত্রী তাইদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনবে। সম্ভব হলে সব ধরণের সম্পর্ক গড়া থেকে বিরত থাকবে। রয়টার্স।


ইত্তেফাক/আরআই