শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানের মানবাধিকার নিয়ে মন্তব্য করার অধিকার নেই: ভারত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩

জাতিসংঘে দেওয়া বক্তব্যে ভারত জানিয়েছে, পাকিস্তানের মানবাধিকার বিষয় নিয়ে কোন মন্তব্য অধিকার নেই। কারণ যারা নিজেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, তারা মানবাধিকার নিয়ে মতামত দিতে পারে না।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৫তম অধিবেশনে পাকিস্তান, তুরস্ক এবং অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের বিষয়ে কড়া সমালোচনা করছে ভারতের প্রতিনিধি দল।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছে ভারত। এসময় পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় কীভাবে অত্যাচারিত হচ্ছে, আন্তর্জাতিক মঞ্চে তার একটি চিত্র-খণ্ডও তুলে ধরেছে দেশটি।

আরও পড়ুন: জাপানকে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক না গড়ার আহ্বান চীনের

পাকিস্তান সরকারের সমালোচনা করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের চিহ্নিত করা আন্তর্জাতিক জঙ্গিদের আর্থিক সাহায্য করছে পাক সরকার। জম্মু-কাশ্মীরে ১০ হাজার জঙ্গি মোতায়েন করে গর্ব অনুভব করছেন পাক প্রধানমন্ত্রী নিজেও। পাকিস্তানে সংখ্যালঘু জাতি এবং ধর্মের মানুষের উপর অত্যাচার, অপহরণ এবং ধর্মান্তরকরণ নিত্য ঘটনা।

ইত্তেফাক/আরআই