বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:২১

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিন ইসরাইলের উত্তরাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর সতর্কতামূলক সাইরেনও শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বুধবার অতর্কিতভাবে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র দল হামাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল। 

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোররাতে ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ কিনবে ভারত!

তারা বলেছে, গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরে রকেট হামলা চালানো হয়।


ইত্তেফাক/আরআই