শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারী নির্যাতন ও খাসোগি হত্যা: জাতিসংঘে সৌদির নিন্দায় ২৯ দেশ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মিটিংয়ে নারী অধিকার কর্মীদের আটকে রাখা এবং সাংবাদিক জামাল খাসোগি হত্যা নিয়ে সৌদির ভূমিকার নিন্দা জানিয়েছে বিশ্বের ২৯টি দেশ। তবে দেশগুলোর অধিকাংশই পশ্চিমা বিশ্বের।

যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, সৌদি আরব ইচ্ছেমত মানুষকে আটকে রাখে ও নির্যাতন করে। এরপর আটকদের কোন সন্ধানও পাওয়া যায় না। একই সঙ্গে আটকদের চিকিৎসার ব্যবস্থা না করা, পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়ার মতো অমানবিক ঘটনায় তারা ক্ষুব্ধ।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পক্ষ জার্মানির দূত উর্গেন স্টেনবার্গ বলেন, সৌদি আরবকে অবিলম্বে আটক নারী অধিকার কর্মীদের মুক্তি দিতে হবে।

জানা যায়, সৌদি আরব অন্তত পাঁচজন নারী অধিকার কর্মীকে কারাগারে আটকে রেখেছে। তাদের মধ্যে মেয়েদের গাড়ি চালাতে দেওয়ার দাবিতে সোচ্চার লুইজিন আলহ্যাথলোলও আছেন। ২০১৮ পর্যন্ত সৌদিতে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।

আরও পড়ুন: গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল 

জানা যায়, সৌদি আরব ২০১৭ থেকে ১৯ পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিল। দেশটি আবারো সদস্য হতে চায়। ডয়েচে ভেলে।

ইত্তেফাক/আরআই