শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হ্যারিকেন স্যালির তাণ্ডব, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৫ লাখের বেশি মানুষ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯

 যুক্তরাষ্ট্রের উপকূলে হ্যারিকেন স্যালি আঘাত হানার পর পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  এই হ্যারিকেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ক্যাটাগরি দুই মাত্রার শক্তি নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে গ্রীষ্মমন্ডলীয় এই ঝড়। ফ্লোরিডার পেনসাকোলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ফ্লোরিডা পানহ্যান্ডেল এবং দক্ষিণ আলাবামার অংশ জুড়ে বিপর্যয়কর ও প্রাণঘাতী বন্যা অব্যাহত রয়েছে। 

  ফ্লোরিডার পেনসাকোলার দমকল বাহিনীর প্রধান গিনি ক্র্যানোর বলেন, এই হ্যারিকেনের কারণে চার মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেটি চার ঘণ্টায় হয়েছে।

 স্যালি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৯ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে বন্যা হতে পারে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ।

ইত্তেফাক/এআর