শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লাদাখ সীমান্তে লাউডস্পিকারে পাঞ্জাবি গান বাজাচ্ছে চীনা সেনারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০

গত কয়েক মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে ভারতের।  এবার সেই লাদাখেই লাউডস্পিকার দিয়ে ভারতীয় সেনাদের পাঞ্জাবি গান শোনাচ্ছে চীনের সেনারা।  

 বলা হচ্ছে, সেনাদের মনোবল ভাঙতেই চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে।  ভারতে এক সাবেক সেনাপ্রধানের জানায়, ষাটের দশকেও  এমন পন্থা অবলম্বন করেছিল চীন।   

 এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,  কোনো ভাবেই চীনের সঙ্গে খারাপ সম্পর্ক চাইছে না তারা।  

লাদাখের গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ জন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিক বার সংঘর্ষ হয়েছে। 

ইত্তেফাক/এআর