শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিনের কারণে অসুস্থ হয়নি সেই স্বেচ্ছাসেবী: অক্সফোর্ড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬

 স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার সঙ্গে করোনা ভ্যাকসিন প্রয়োগের 'সম্ভবত' কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনলাইন সেই স্বেচ্ছাসেবীর তথ্য সম্বলিত একটি নথি প্রকাশ করেছে।

 ওই নথিতে বলা হয়েছে,  স্বাধীন পর্যালোচনার পর স্বেচ্ছাসেবীর অসুস্থতাগুলো ভ্যাকসিনের প্রভাবে হওয়ার সম্ভাবনা কম বলে মনে হয়েছে । এখন পর্যন্ত ওই অসুস্থার ওপর ভ্যাকসিনের প্রভাব ছিল তা প্রমাণের মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই। 

   সাময়িকভাবে বন্ধ থাকার পর এরইমধ্যে বিশ্বজুড়ে আবারো অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের  ট্রায়াল চালু হয়েছে।  বর্তমানে বৃটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় এর ট্রায়াল চলছে। স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে যাওয়ার পর  যুক্তরাষ্ট্রেও এই ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল ফের শুরু হলেও যুক্তরাষ্ট্রে তা এখনো চালু করা হয়নি।  এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে  তাৎক্ষনিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

ইত্তেফাক/ এআর