শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বজুড়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়ালো

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫

বিশ্বজুড়ে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নয় লাখ ৪০ হাজারের বেশি মানুষ। 

বিশ্বে এ  পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবৎং ব্রাজিলে। এদিকে মাঝে কিছুটা প্রকোপ কম থাকলেও ইউরোপের দেশগুলোতে আবারো বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।  

 গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়।প্রাণঘাতী এই ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। 

ইত্তেফাক/এআর