শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্প 'সম্পূর্ণ অযৌক্তিক': বাইডেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার  বাইডেন এই মন্তব্য করেন। 

বাইডেন বলেন, যদি প্রেসিডেন্ট শুরু থেকে তার কাজটি করতেন তাহলে সবগুলো মানুষ হয়তো বেঁচে যেতেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের মানুষকে মাস্ক পরার বিষয়ে সতর্ক করতে ব্যর্থ হয়েছেন।

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন আরো বলেন, ট্রাম্প জানতেন যে এই ভাইরাস অন্যান্য ভাইরাসের চেয়ে সাত গুণ বেশি সংক্রামক । তবুও তার কোনো পদক্ষেপ না নেওয়াটা অপরাধের শামিল। 

সর্বোচ্চ করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

ইত্তেফাক/এআর