শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে চার রাজ্যে আগাম ভোট শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১০

যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং উইওমিংয়ে গতকাল থেকে ভোট শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাইডেন দু’জনেই মিনেসোটায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তিকে কাজে লাগাচ্ছেন। আর বাইডেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ট্রাম্পের রিরূপ মন্তব্য নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করে প্রচারণা চালাচ্ছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলেন মিনেসোটা রাজ্যে। চারটি রাজ্যে ভোট দিতে ভোটারদের লাইন দেখা গেছে। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন ভোটের একটি ছবিও টুইটারে প্রকাশ করেছেন। -আলজাজিরা