শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ৯ আল কায়দা জঙ্গি আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫

  পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজ্যে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী আল কায়দার নয় সদস্যকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । 

 ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা শনিবার একটি  বিবৃতিতে জানায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কেরালার এর্নাকুলামে বেশ কয়েকটি অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গ এবং কেরালা-সহ দেশের বেশ কয়েকটি জায়গায় আল-কায়দার আন্তঃরাজ্য সক্রিয় চক্র গড়ে উঠেছে বলে আমাদের কাছে খবর আসে। দেশের সন্ত্রাসবাদী হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষদের মারার পরিকল্পনা করছিল এই চক্রটি।

জানা গেছে, আটকের সময় জঙ্গিদের কাছ  কাছ থেকে বিপুল পরিমাণে ডিজিটাল ডিভাইস, তথ্য, জিহাদি পত্রিকা, ধারালো অস্ত্র,  বন্দুক, স্থানীয় ভাবে তৈরি একটি বুলেটপ্র‌ুফ জ্যাকেট এবং বিস্ফোরক বানানোর পদ্ধতি নিয়ে লেখা একাধিক বই পাওয়া গিয়েছে। এরা আর কার কার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনআইএ। 

ইত্তেফাক/এআর